দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে মো. স্বাধীন মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বাধীন মন্ডল উপজেলার বৈগ্রাম এলাকার মহির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকাল ১১টায় বিরামপুর-হিলি রেললাইনে সাতপুরী রেলঘুন্টী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হিলি রেলওয়ে ইনচার্জ খোকন চন্দ্র সাহা জানান, সকাল আনুমানিক ১১টায় হাকিমপুর উপজেলার বিরামপুর-হিলি রেললাইনের ৩৪১/৮ নম্বর পিলার হতে ১০০গজ উত্তরে মো. স্বাধীন মন্ডল নামে এক যুবক ঢাকাগামী দ্রুতযান ট্রেনে কাটা পড়ে। সংবাদ পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে মাদকাসক্ত ছিল বলে পরিবরারিক সূত্রে জানা গেছে।
রেলওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রেল লাইনে বসে নেশা করার সময় ট্রেনে কাটা পড়ে সে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ