টেকনাফে পাঁচ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের নাজির পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে স্থানীয় এজাহার মিয়া (৮০) ও আবুল কাশেম (৫৫)। তম্মধ্যে এজাহার মিয়া ইয়াবা ব্যবসায়ী ভূট্টোর পিতা ও মামলার ৫ নম্বর আসামি।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, আটক ব্যক্তিদের নিয়ে সাংবাদিকদের লুন্ঠিত ল্যাপটপ ও ক্যামরা উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার পেশাগত দায়িত্ব পালন করতে দুই টিভি সাংবাদিক ও তিন ক্যামেরাম্যান উক্ত এলাকায় গেলে শীর্ষ ইয়াবা গডফাদার ভুট্টো বাহিনীর হামলার শিকার হন তারা।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ