কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ পাঁচজন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম সরকারি কলেজ গেইট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দু'টি ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিগারেটের বিক্রয়কর্মী চান্দিনার মহিশাল গ্রামের আবদুর রশিদের ছেলে আরিফুল ইসলাম, রিকসাচালক লালমনিরহাটের আদিতমারী উপজেলার মদনপুর গ্রামের আবদুল খালেকের ছেলে শরিফুল, পিকআপ চালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বন্দরকুলিয়া গ্রামের মুজিবুরের ছেলে সবুজ, অজ্ঞাতনামা এক যুবক(২৮) ও অজ্ঞাতনামা এক নারী(৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী পল্লী বিদ্যুতের ছোট খুটি বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৪৫৩০) সামনের চাকা ফুটো হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশা ও পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় সেটি। এতে রিকশাচালক শরিফুল, পথচারী সিগারেট বিক্রয় কর্মী আরিফ, অজ্ঞাতানামা যুবক(২৮) ও অজ্ঞাতনামা নারী(৩৫) নিহত হন।
অপরদিকে ভোর ৬টায় উপজেলা সদরের চৌদ্দগ্রাম সরকারি কলেজ গেইট এলাকায় কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে পিকআপের চালক সবুজ নিহত ও অপর ১৫ শ্রমিক আহত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ