চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে বিয়ে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন নবদম্পতি। মোবাইল ফোনে তাদেরকে খুন ও গুমের হুমকিও দেওয়া হচ্ছে বলে ওই দম্পতির অভিযোগ। এই বিষয়ে থানায় জিডি না নেওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ওই পরিবার।
জানা গেছে, নাটোর সদরের রামনারায়ণ কুন্ডুর মেয়ে রমা কুন্ডু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্সে পড়ার সময় তার সহপাঠি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল ডিগ্রী কলেজের প্রভাষক লুৎফর রহমানের ছেলে আনোয়ারুল হাসানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রমা কুন্ডু এফিডেভিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম রাখেন মিফতাহুল জান্নাত। পরে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি আনোয়ারুল হাসানকে বিয়ে কলে নাচোল বাজারে শ্বশুরবাড়ি চলে আসেন ধর্মান্তরিত জান্নাত। এর পর থেকেই নাটোরের বিভিন্ন লোকজন একের পর এক তাদেরকে মোবাইল ফোনে হত্যা ও গুমের হুমকি দিচ্ছে।
এমনকি প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিও তাদের তুলে নিয়ে যাওয়াসহ আনোয়ারুল হাসানের বাড়ির লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি অব্যাহত রেখেছে। এতে করে মিফতাহুল জান্নাতের শ্বশুরবাড়ির লোকজন শঙ্কায় রয়েছেন। এছাড়া সম্প্রতি তাদের বাড়ির আশপাশে অপরিচিত লোকজনের যাতায়াত বৃদ্ধি পাওয়ায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে নাচোল থানায় জিডি করতে গেলে পুলিশ অজানা কারণে জিডি গ্রহণ না করায় তাদের শঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে নাচোল থানার ওসি মো. ফাছিরুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নওগাঁর এক সংসদ সদস্যের নামে জিডি করতে আসায় তা নেওয়া হয়নি। তবে হুমকি বা নিরাপত্তার বিষয়ে জিডি করলে তা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ