নেত্রকোনার মোহনগঞ্জে যুবকের ছুরিকাঘাতে বাদল বিশ্বাস (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শিশুসহ আহত হয়েছেন আরও দু'জন। মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ রেলষ্টেশনের প্লাটফর্মে এ ঘটনা ঘটে। পুলিশ যুবককে আটক করেছে।
স্থানীয়রা জানান, চিকিৎসার জন্য ট্রেনে করে নেত্রকোনায় যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ ষ্টেশনে আসেন পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার অশ্বিনী বিশ্বাসের ছেলে বাদল বিশ্বাস। ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকাকালীন হঠাৎ এক যুবক যাকে খুশি তাকে ছুরি মারতে থাকেন। এ সময় ছুরির আঘাতে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে জামালগঞ্জের বাদল বিশ্বাস (৫৫), টেংগাপাড়ার শিশু ইমন (৬) ও অনিক (১৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাদল বিশ্বাসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, আমি প্রধানমন্ত্রীর একান্ত সচিবের প্রোগ্রামে থাকায় বিস্তারিত জানি না। ঘটনাটি যেহেতু ষ্টেশন এলাকায় তাই ষ্টেশন মাস্টার বলতে পারবেন কি হয়েছিল। তবে এ ঘটনায় ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। সে পাগল থাকায় নাম-ঠিকানা জানা যায়নি।
এদিকে ষ্টেশন মাস্টার রব্বানী জানান, পাগল এক যুবক ষ্টেশনে বসে থাকা যাত্রী সবাইকে ছুরি মারছিল। এ সময় তিনজন আহত হন। তাদের মধ্যে বাদল নামের একজন মারা গেছে। আমি সচিব মহোদয়ের প্রোগাম নিয়ে ব্যস্ত আছি। মামলা বা লাশের ব্যাপারে রেল পুলিশ জানে।
ময়মনসিংহ রেল পুলিশের এসআই হাসান মজনু জানান, কেউ অভিযোগ করলে আমরা মামলা নেব।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ