নেত্রকোনা সদর উপজেলার চন্দ্রনাথ কলেজ পুকুরের পানিতে ডুবে ফাহিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সদর উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের আবুল বাশারের শিশুপুত্র বলে জানিয়েছেন স্থনীয়রা। মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাচঁকাহনিয়া গ্রামের আবুল বাশার ইসলামপুর এলাকায় বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন। বাসার সামনে চন্দ্রনাথ কলেজের পুকুরে আনুমানিক বেলা ১২ টার দিকে ফাহিম অন্য শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রুহুল আমীন জানান, ইসলামপুর এলাকার অনেক মানুষ পানিতে ডুবে যাওয়া একটি শিশুকে উদ্ধারের পর নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আসার আগেই শিশুটি মারা যায়।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ