রংপুরে সুপারির বাগানে পেতে রাখা বিদ্যুতের ফাঁদে এক যুবকের মৃত্যু হয়েছে। নগরীর মাহিগঞ্জ জোরইদ্রারা গ্রামে মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জোরইন্দারা গ্রামের জ্যোতিষ বর্মণ সুপারি চুরিরোধে তার বাগানের ভেতর বিদ্যুতের খোলা তার দিয়ে ফাঁদ পেতে রাখেন। মঙ্গলবার বিকেলে একই এলাকার আল আমিন মিয়ার ছেলে দিনমজুর সোহেল রানা (১৮) সুপারি বাগানের ভেতর দিয়ে যাচ্ছিল। এতে সোহেল রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ