ময়মনসিংহের তারাকান্দায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বাগুন্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আল-অমিন (২৫) বাস চালকের সহকারি ছিলেন। তারাকান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শ্যামলী বাংলার একটি যাত্রীবাহী বাসের সাথে উপজেলার বাগুন্দায় হালুয়াঘাটগামী ইমাম সার্ভিসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শ্যামলী বাংলা বাসের হেল্পার আল-আমিনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় দুই বাসের কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ