হবিগঞ্জ জেলার মাধবপুরে অভিযান চালিয়ে কামাল হোসেন (৩৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বটতলী বাজার এলাকা তাকে গ্রেফতার করা হয় বলে জানান মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ।
গ্রেফতার কামাল উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল ছামাদের ছেলে।
সাজেদুল ইসলাম পলাশ বলেন, রাতে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালে মাধবপুর থানার একটি মাদক মামলায় হবিগঞ্জ আদালতে যাবজ্জীবন সাজা হওয়ার পর তিনি পলাতক ছিলেন।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৭/মাহবুব