বরগুনার বেতাগী উপজেলায় ছেলের পরিবার প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে। মৃত কিশোরীর নাম মোসাম্মদ রানী (১৫)।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে। রানী ওই উপজেলার ৫ নম্বর বুড়ামজুমদার ইউনিয়নের রহমানের মেয়ে।
বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, "রানী ও একই এলাকার শাজাহানের ছেলে ইমরান গত একমাস আগে পালিয়ে বিয়ে করে। ফিরে আসার পর ছেলের বাবা রানীকে পূত্রবধু হিসেবে মেনে না নেওয়া সে আত্মহত্যা করেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরেদহটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।"
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২