মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহত র নাম ইমন গাজী (১৫)। নিহত ইমন উপজেলার উকিলপাড়ার লাভলু গাজীর ছেলে।
শনিবার রাতে সদর উপজেলার কাজীরটেক এলাকার এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১০টার দিকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে কাজীরটেক এলাকা পার হচ্ছিল ইমন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ইমন রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২