সাতক্ষীরায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার নেতাকর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা সদর থানা থেকে ১১জন, কলারোয়ায় ছয়জন, তালায় ছয়জন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ দুইজনকে আটক করে।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন