ধামরাইয়ে মাটিবাহী মাহেন্দ্র-এর চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষকের নাম লাল মিয়া (৬৫)।
রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। লাল মিয়ার বাড়ি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন দ্বীমুখা গ্রামে।
স্থানীয়রা জানায়, লাল মিয়া সকালে বাড়ির পাশের কে বি এস নামে এক ইটভাটার পাশ থেকে গরুর জন্য ঘাস কাটছিলেন। এসময় ভাটার মাটি ভর্তি একটি মাহেন্দ্র তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে। ঘাতক মাহেন্দ্র-এর চালককে আটক করার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬