জামালপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি মাহ্জাবিন খালেদ বেবী বলেছেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে জামায়াত-শিবিরের দোসররা এদেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছে। জঙ্গিরা মুসলমান নয়, তারা ইসলামের শত্রু। উন্নয়নের স্বার্থেই এই জঙ্গিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ রবিবার জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা রফিক দর্জির সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু নাছের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৭/ফারজানা