রাঙামাটিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত বিজিবি সদস্যের নাম লিংকন হোসেন (২৪)।
রবিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরকল উপজেলা জোনের ক্যাম্পের একটি পুরোন ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তার গ্রামে বাড়ি মিরপুর কুষ্টিয়া। দীর্ঘ তিন বছর ধরে সে বিজিবিতে কর্মরত ছিলেন।
বরকল উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ জানান, শনিবার রাত আড়াইটার থেকে সাড়ে ৪টা পর্যন্ত লিংকনের ডিউটি করার কথা ছিল। সকালে তাকে নির্দিষ্ট স্থানে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ক্যাম্পের পাশের একটি পুরো ঘরের চালের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায় তার সহকর্মীরা। পরে বিজিবি সূত্র খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা জনিত ঘটনা। তবে কি কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
তিনি আরও জানান, বিজিবির সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বরকল থানায় অপমৃত্যু মামলাও করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৬