নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নদনা ইউপির হাটগাঁও গ্রামে চাঞ্চল্যকর আফজাল শাহ পাটওয়ারী মাজারের খাদেম সোনা মিয়া হত্যাকান্ডের ঘটনায় স্ত্রী নিলুফা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃত হলেন সোনাই মুড়ির এলাকার নূর মোহাম্মদের ছেলে ইলিয়াছকে (৩০) ও মোঃ দুলালের ছেলে সুজন (৩২)। তাদেরকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশ। নিহত সোনা মিয়ার বাড়ি শরীয়তপুর জেলার হবিপুর গ্রামের চন্দ্রপুরে বলে জানা যায়। আটক দু’জনের বাড়ী নদনা ইউনিয়নের শাকতলা গ্রামে।
জানা যায়, আটক কৃতরা মাজারে দীর্ঘ দিন থেকে যাতায়ত করে আসছিল। তারা বিদেশ যাওয়ার জন্য মানত করে এ মাজারে অর্থ প্রদান করে। কিন্তু মানত পূর্ণ না হওয়ায় বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় মাজারের খাদেম সোনা মিয়ার বাসায় আসে। মাজারে যাওয়ার কথা বলে সোনা মিয়াকে মাজার প্রাঙ্গনে নিয়ে আসে। তখন তাদের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত দুইজন সোনা মিয়াকে চুরিকাঘাত করতে থাকে। সোনা মিয়ার স্ত্রী ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে স্থানীয় জনতা ধাওয়া করে প্রথমে মোঃ ইলিয়াছ কে পরবর্তীতে মোঃ সুজনকে আটক করে। সোনাইমুড়ী থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে দুই আসামিকে জনতা পুলিশে সোপর্দ করে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব, ডিবি, পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেন।
নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, এটি নিছক একটি হত্যাকান্ড, যেহেতু ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করা হয়েছে-সেহেতু ঘটনার মুল রহস্য উৎঘাটনে দ্রুত সময়ে সম্ভব হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন