নাটোরের বড়াইগ্রামে ‘সহস্র তালগাছ’ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। কর্মসূচির প্রথমদিন আজ উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আহম্মেদপুর-কায়েমখোলা আঞ্চলিক সড়কের দু’পাশে ১২৫টি তালগাছের বীজ রোপন করেন তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মো. তাহাজ্জদ হোসেন, জোয়াড়ি ইউপি চেয়ারম্যান মো. চাঁদ মোহাম্মদ ও স্থানীয় সুধীজন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করার অংশ হিসেবে তালগাছের বীজ রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে সহস্র তালগাছের বীজ রোপন করা হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার