বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা'র (বিসিক) সদ্য নিযুক্ত চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান নাটোর বিসিক শিল্প নগরী পরির্দশন করেছেন। তিনি রবিবার নাটোরের দত্তপাড়ায় শিল্প নগরীর বেশ কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করেন এবং শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন।
বিসিক চেয়ারম্যান উৎপাদনশীল শিল্প পণ্যের কাঁচামাল আমদানী, উৎপাদিত পণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ ও রফতানির বিষয় নিয়ে আলোচনা করে পরামর্শ দেন। এছাড়াও বিসিক চেয়ারম্যান শিল্প নগরীর গ্রীণ জোন পরিদর্শন করে সেটি সুরক্ষার জন্য সংশ্লিষ্টদের নিদের্শ দেন।
এসময় বিসিকের উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগের পরিচালক জীবন কুমার চৌধুরী, রাজশাহী অ লের আ লিক পরিচালক তামান্না রহমান, নাটোর উপ-ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি ও শিল্প নগরীর স্টেট অফিসার মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর