নেত্রকোনার প্রথম সাহিত্য পত্রিকার সম্পাদক প্রয়াত খালেকদাদ চৌধুরী স্মরণে গত প্রায় দুই যুগ ধরে নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ২৩তম বসন্তকালীন সাহিত্য উৎসবে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাবন্ধিক অধ্যাপক ড. রফিকুল্লাহ খান ও কবিতায় কবি মারুফুল ইসলামকে খালেকদাদ সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে। বরাবরের মতো এবারও মোক্তারপাড়া পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় সাহিত্য সমাজের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি উৎসবের আয়োজন করা হয়েছে।
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে সাহিত্যের সাথে পরিচিত করাতেই প্রতিবছর এ উদ্যোগ নেয়া হয়। দুদিনব্যাপী বসন্তকালীন সাহিত্য উৎসবে দেশের নানা প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা আসেন। দিনব্যপী কবিতা পাঠের আসর থাকে। বিশিষ্ট জনেরা কবিতা ও বাংলা সাহিত্য নিয়ে অলোচনা করেন। আরো থাকে নতুন প্রকাশিত বইয়ের পাঠ উন্মোচন।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব