যশোরের শার্শা উপজেলার গোগা গাজিপাড়া গ্রামে মাদ্রাসা শিক্ষকের বাড়ি থেকে শাহপরাণ (১১) নামে এক ছাত্রের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ওই শিক্ষকের ঘরের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহাপরাণ গত দু’দিন ধরে নিখোঁজ ছিল।
শাহপরাণ বেনাপোলের কাগজপুকুর খেদাপাড়া হেফজুল কোরান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও কাগজপুকুর গ্রামের শাহাজান আলীর ছেলে।
পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মে) সকালে মাদ্রাসা শিক্ষক হাফিজুরের সঙ্গে বের হয় শাহপরান। পরে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিলো না। দু’দিন পর মাদ্রাসা থেকে ১২ কিলোমিটার দূরে শিক্ষক হাফিজুরের বাড়িতে পচা দুর্গন্ধ পায় প্রতিবেশীরা। এসময় তারা পুলিশকে খবর দিলে ওই বাড়ির ঘরের খাটের নিচ থেকে শাহপরানের গলিত মরদেহ বের করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল