বাগেরহাটের চিতলমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত সাধন বাড়ৈ (৩২) ও তার স্ত্রী রূপালী বাড়ৈকে (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ঘটনাস্থল থেকে লিটন শেখ (৪৫) নামে এক সন্ত্রাসীকে পুলিশ আটক করেছে।
অন্য আহত সাধনের ভাই ভজন বাড়ৈ (৩০), ছোট দুই বোন মলিনা ব্রহ্ম (৩৫) ও উত্তরা রায়কে (২২) চিতলমারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সদর ইউনিয়নের পার-ডুমুরিয়া গ্রামের লিটন শেখের নেতৃত্বে একদল লোক সাধন বাড়ৈয়ের পরিবারের উপর হামলা করে। তাদের মারপিটে মারাত্মক আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় লিটন শেখকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার