দিনাজপুরের বিরামপুর সীমান্তে ১৮ কার্টুন বিভিন্ন প্রকার “কিংকোবরা” নামের আতশবাজি উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। সোমবার দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের রনগাঁও মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এই আতশবাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি’র বিরামপুর ঘাসুড়িয়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার শাহাজাহান আলী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় সৈনিকসহ সোমবার দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের রনগাঁও এলাকায় একদল চোরাকারবারিদের লক্ষ করে অভিযান চালানো হয়। এসময় সেখানে পরিত্যাক্ত অবস্থায় বিভিন্ন প্রকার ১৮ কার্টুন ভারতীয় “কিংকোবরা” আতশবাজি উদ্ধার করা হয়। এতে চকলেট বাজি ও মরিচ বাজি রয়েছে। বিজিবির দাবি উদ্ধার চকলেট বোমাগুলোর বর্তমান বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা।
বিডি প্রতিদিন/হিমেল