বাগেরহাটে পঞ্চাশ ভাগ বেসরকারি চাকরিকাল গণনা করে পদোন্নতি, প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের ভিত্তিতে উন্নীত স্কেল প্রদান ও জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগসহ দশ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক মহাজোট স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার সকালে বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কমিটির আহবায়ক বিকাশ চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক মো. হারুন অর রশিদ, শিক্ষক নেতা ওমর ফারক তালুকদার, চিত্তরঞ্জন সাহা, মো. শাহীনুর কবির, মো. জাকির হোসেন প্রমুখ। এর আগে, তারা জেলা প্রশাসকের কার্যলায়ের সামনে একটি বিক্ষোভ মিছিল করেন।
বিডি-প্রতিদিন/শফিক