মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন কাজীবাকাই ইউনিয়নস্থ মেদাকুলবাজার এলাকা থেকে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি রনি মজুমদারকে (২০) আটক করা হয়েছে। মাদারীপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক মো. তাজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চারিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রনি মাদারীপুর পৌরসভার হরিকুমারিয়া এলাকার হারুন মজুমদার এর ছেলে।
বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, শুক্রবার রাতে রনি মজুমদার মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাসার সামনে থেকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মান্নান মোল্লার একতলা ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করে। এ সময় ঐ স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রনি মজুমদার ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এবং র্যাবের সহায়তা কামনা করেন। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক