আশুলিয়ায় বিকাশের ৪০ লাখ টাকা ছিনতাইয়ে সময় হাতে-নাতে অস্ত্রসহ ৩ জনকে গণধোলাই দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয়রা। এসময় ছিনতাইকারীদের হামলায় বিকাশের কর্মীসহ ৮ জন আহত হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়া ভাদাইল এলাকায় সাদেক ভূঁইয়া মার্কেটে এই ঘটনা ঘটে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত নম্বর বিহীন মোটরসাইকেলসহ চাপাতি ও দুইটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
আশুলিয়ার বিকাশ কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, বিভিন্ন এজেন্ট থেকে প্রায় ৪০ লাখ টাকা সংগ্রহ করে ভাদাইল এলাকার একটি এজেন্টের দোকানে অবস্থান করছিলেন তিনি। এসময় মোটরসাইকেলে করে ৩ যুবক এসে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। পরে দোকানিরাসহ স্থানীয়রা তাদের ধরে পুলিশে খবর দেয়।
স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রেজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিকাশের এক এজেন্ট বিভিন্ন এলাকা থেকে টাকা তুলে ফিরছিলেন। এসময় কয়েকজন ছিনতাইকারী তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে তার উপর সশস্ত্র হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
বিডি-প্রতিদিন/শফিক