কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। নবগঠিত পৌর বিএনপির কমিটির বিরোধিতা করে আজ শনিবার একটি গ্রুপ মিছিল বের করলে সংঘর্ষ বাধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর এস.এম. মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক ও শরীফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া পৌর বিএনপির কমিটি অনুুমোদন দেয় জেলা বিএনপি। এ কমিটির বিরোধিতা করে আজ দুপুরে পাকুন্দিয়া বাজারে মিছিল বের করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ফজলুল হক ও সবুজ শিকদারের নেতৃত্বাধীন একটি গ্রুপ। তারা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি বাজারের পাট মহাল মোড়ে গেলে নব গঠিত কমিটির আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলামের নেতৃত্বাধীন গ্রুপটি মিছিলে হামলা চালায়। এতে প্রতিপক্ষের পাঁচজন আহত হন। আহতরা হলেন ফজলুল হক, মাহমুদুজ্জামান রিপন, আলম, মানিক ও মিনহাজ। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/শফিক