দীর্ঘ ৭ বছর পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় অধ্যাপক সইদুল হক সভাপতি এবং সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক তাজ উদ্দীন নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু এ ফলাফল ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। অনুষ্ঠানে উপজেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, ভারপ্রাপ্ত সম্পাদক তাজ উদ্দীন।
বিডি প্রতিদিন/হিমেল