১৫ দফা দাবিতে ঝিনাইদহে পেট্রোল পাম্পগুলোতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। আজ রবিবার সকাল থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখে কর্মবিরতী পালন করছে মালিক ও শ্রমিকরা।
অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছে মোটর সাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিকরা। জ্বালানি তেল না পেয়ে অনেককে পাম্প থেকে ফিরে যেতে দেখা গেছে। অনেকে শহর থেকে দুরের উপজেলায় যেতে পারছেন না। তেলের অভাবে বন্ধ হয়ে গেছে বেশ কিছু বাস-ট্রাক।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ