কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার মন্ডল পাড়ার একটি গোরস্থানের পাশে থেকে এ মৃতদেহ উদ্ধার হয়।
সকালে গোরস্থানের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, বোরখা পরিহিত এ মহিলাকে শনিবার গভীর রাতে হত্যা করে মুখ-হাত পা বেঁধে ফেলে রেখে যায় ঘাতকরা।
তিনি জানান, মহিলার পরিচয় জানা গেলে তার সাথে কি ঘটেছে তা জানা যাবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বিডি প্রতিদিন/ফারজানা