বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে কাজী ও নিকাহ রেজিস্টার সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন। এতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মত বিনিময়ে যুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।
ভিডিও কনফারেন্স এ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা যুক্ত ছিলো। এ সময় প্রতিটি জেলার ইমাম, প্রশাসন, সাংবাদিক তাদের বক্তব্যে জেলার নানা সমস্যা তুলে ধরেন। নেত্রকোনা থেকে ভিডিও কনফারেন্সে নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মো. শাহজাহান মিয়া, সাংবাদিক আলপনা বেগম, কাজী সমিতির সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক শফিউল আলম চৌধুরী।
পরে সমাবেশে জেলার সকল উপজেলার কাজী ও নিকার রেজিস্টারগণ উপস্থিত ছিলেন। ১০ উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তাগণ অংশ নেন।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিএম মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, কেন্দুয়ার নূরুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা কাজী সমতির সম্পাদক রফিকুল ইসলাম, নেত্রকোনা সদরের হিন্দু বিবাহ নিবন্ধক রুনু রানী পাল প্রমুখ।
এ সময় বক্তারা জন্ম নিবন্ধন সনদ সমস্যা, নোটারি সমস্যা তুলে ধরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শক্ত অবস্থানে থাকার সুপারিশ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ