১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে কুষ্টিয়ায় জাতীয় পতাকা র্যালি ও সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা। আজ রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে এ পতাকা র্যালী বের হয়। পরে র্যালীটি শহরের এনএস রোড হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাজাহান আলী।
বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুষ্টিয়ায় প্রথম পতাকা উত্তোলনকারী মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কারশেদ আলম। সমাবেশে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ