কমিশন বৃদ্ধি, ট্যাঙ্কলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, লাইসেন্স জটিলতাসহ ১৫ দফা দাবিতে নাটোরের ২৬টি পেট্রল পাম্পে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি বা ধর্মঘট। ভোর থেকে পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ করে দেয় জ্বালানি তের ব্যবসায়ীরা। এর ফলে ফিলিং স্টেশন গুলোতে গিয়ে ফিরে যেতে হয় অনেক যানবাহনকে।
পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনর রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পিকে জানান, দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করে কোন ফল না হওয়ায় পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্যপরিষদ যৌথভাবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ডাক দেয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ