নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে একদিন বন্ধ থাকার পর বরিশালে আবারও নৌ চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে শ্রম মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে নৌযান শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের বৈঠকের পর আপাতত কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
এরপর রবিবার সকালে বরিশাল নদী বন্দর থেকে স্থানীয় ও দূরপাল্লা রুটের যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া, জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচলও স্বাভাবিক হয়।
১১ দফা দাবি আদায়ে গত শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন।
এর ফলে সারাদেশে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন নৌযাত্রী এবং ব্যবসায়ীরা। তবে একদিনের ব্যবধানে ফের নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।
বিডি প্রতিদিন/কালাম