ঠাকুরগাঁও মহাসড়কে (বড় খোঁচাবাড়ী-সালন্দর) মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে উদ্যাগ গ্রহন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুলাহ মাসুদ, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, প্রেসক্লাব ক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ উজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।
বক্তারা মহাসড়কে দুর্ঘটনায় জন্য ঝুঁকিপূর্ণ মোড় চিহ্নিতকরণ, মহাসড়কে ট্রাফিক পুলিশ সমৃদ্ধকরণ, ব্যাটারিচালিত রিক্সা ও অটো চার্জার নিয়ন্ত্রণ, প্রশিক্ষিত ড্রাইভার নিয়োগ, সর্বোচ্চ গতিসূত্র নানা বিষয়গুলো তুলে ধরেন দুর্ঘটনা রোধে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ