প্রথমবারের মতো পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করেছে নেত্রকোনা মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরাম। দিনটি উপলক্ষে রবিবার সকাল ১১টায় বড়বাজারস্থ মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরামের আয়োজনে কার্যালয়ের সামনে থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে আবারো কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় র্যালিতে কমান্ডারস ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা, সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরীসহ সন্তান কমান্ডের সদস্যবৃন্দরা অংশগ্রহণ করেন। এর আগে, কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক