হোল্ডিং ট্যাক্স কমানো, রাস্তাঘাট, ড্রেন-খাল সংস্কার সহ ৬ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চত্রবর্তী, বাবুল তালুকদার, শহিদুল ইসলাম, মহসীন মীর, জাহাঙ্গীর হোসেন দিদার, সুশান্ত সুকুল, সাগর দাস, মোজাম্মেল হক সাগর ও নিলিমা জাহানসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড বাসদ নেতৃবন্দ।
হোল্ডিং ট্যাক্স কমানো, রাস্তাঘাট, খাল ও ড্রেন সংস্কার, মাদক, জুয়া, ইভটিজিং বন্ধ, প্রতিটি এলাকায় খেলার মাঠ ও পাঠাগারের ব্যবস্থা এবং বিকল্প কর্মসংস্থান ছাড়া অটোরিক্সা ও হকার উচ্ছেদ বন্ধ করা সহ ৬ দফা দাবীতে নগরীর সকল ওয়ার্ডে পক্ষকাল ব্যাপী পথসভা এবং মিছিল শেষে একই দাবিতে আজ বৃহৎ পরিসরে সমাবেশ এবং মিছিল করে জেলা বাসদ। সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে নগরীর বিভিন্ন ওয়ার্ডের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেয়।
সমাবেশ শেষে অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বাসদ নেতৃবৃন্দ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনের মাধ্যমে সিটি মেয়র বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন