আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দলের মধ্যে কিছু সুবিধাবাদী লোক আছে। যারা কোন কাজে আসে না। দলের প্রয়োজনে তাদেরকে পাওয়া যায় না। কিন্তু তাদের সুবিধবার জন্য হঠাৎ হাজির হয় এবং ষড়যন্ত্র করে। এদের ব্যপারে সতর্ক থাকতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান তোফায়েল আহমেদ।
আজ রবিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সে এসব কথা বলেন তিনি।
এ সময় ভোলা-২ আসন থেকে তাকে চারবার সংসদ সদস্য নির্বাচিত করায় তিনি ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রবিবার সকালে বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে ওই সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জসিম উদ্দিন হায়দারকে সভাপতি এবং মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার