মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের আছমত আলী খান সেতুর টোল সংলগ্ন মোড়ে ইজিবাইকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হাই মুন্সি (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকে থাকা আরও ৪ জন যাত্রী আহত হন।
নিহত আব্দুল হাই মুন্সি জেলা ওয়ার্কাস পাটির সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাই মুন্সি একটি ইজিবাইকে করে মাদারীপুর শহর থেকে গ্রামের বাড়ি সদর উপজেলার কালিকাপুরে যাচ্ছিলেন। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের আছমত আলী খান সেতুর টোল সংলগ্ন মোড়ে ইজিবাইকটি কালিকাপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইজিবাইকে থাকা আব্দুল হাই মুন্সিসহ আরও চারজন আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আব্দুল হাই মুন্সিকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও দুপুরে শিবচরের পাচ্চর এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মাহেন্দ্রর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল হক নামে এক পথচারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম