দিনাজপুরের পার্বতীপুরে আমজাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করে রবিবার দুপুরে কোর্টে পেশ করা হয়েছে। তবে অভিযুক্ত পলাতক আমজাদ হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্য ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতেই শিশুর বাবা বাদী হয়ে আমজাদ হোসেনসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
একই এলাকার আমিনুল ইসলামের ছেলে আমজাদ হোসেন (২২) শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছেন বলে ওই শিশুর পরিবার অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পার্বতীপুরের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের চার বছর বয়সী ওই শিশু বন্ধুদের সাথে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিলেন। এরপর অনেক খোঁজাখুঁজির পর ওই শিশুকে না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবার। পরে প্রতিবেশী আমিনুল ইসলাম আমিনের বাড়ি তালাবদ্ধ দেখে পরিবারের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত ৯টার দিকে বাড়ির তালা ভেঙে ঘরে টেবিলের নিচে শিশুটিকে অজ্ঞান দেখতে পায়। তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় পার্বতীপুরের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের আমিনুল ইসলাম আমিনের বাড়ি থেকে ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবক শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই ওই শিশুর বাবা বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় শাহিনুর ইসলাম ও মমেনা বেওয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে কোর্টে তাদের পেশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম