রংপুর সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী দিপরীনা হোসেন দিশা(১৭) অপহরণ মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো: এরশাদ আলী জানান, কলেজছাত্রী দিশা অপহরণ মামলায় আসাদুজ্জামান জনি, আরিফুল ইসলাম, লাবলু আহম্মেদ, নাজমুল হোসেন ও তুর্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২৪ নভেম্বর রংপুর সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী দিশাকে নগরীর দখিগঞ্জ শ্মশান এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসির হাতে কিছু অপহরণকারী আটক হন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন