কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। রবিবার বিকালে হোয়াইক্যং ইউনিয়নের আমতলী নিজ বসত-ঘরের মুরগির খামার থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত হলেন এলাকার মৃত মাসুদের ছেলে মো. জয়নাল (৩৫)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি
উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার জয়নালের বসত-ঘরে ইয়াবা মজুদ রয়েছে। অভিযান চালিয়ে ওই বাড়ির আঙিনায় মুরগির খামারের স্তূপ হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ হাজার ইয়াবাসহ জয়নালকে আটক করতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/শফিক