কক্সবাজারের টেকনাফে দুই লাখ ইয়াবাসহ মো. আবুল কালাম (২০) নামে একজন মিয়ানমারের নাগরিককে আটক করেছেন র্যাব-১৫ এর সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর বাড়ি মিয়ানমারের মংডু শহরের মাংগালা গ্রামে।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরার মোহাম্মদ হাসানের বাড়ির দক্ষিণ পার্শ্ববর্তী টেকনাফ–কক্সবাজার আঞ্চলিক সড়কের খোলা জায়গা থেকে তাকে আটক করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫) এর সিনিয়র সহকারী পরিচালক টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব।
বিডি-প্রতিদিন/শফিক