কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় পলাতক ছয় খুনির প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়। শনিবার সন্ধ্যায় চান্দিনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামের উদ্যোগে পুরাতন গরু বাজার মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় দায়ের করা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নুর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী, আবদুল মাজেদ ও মোসলেম উদ্দিনকে প্রতীকী ফাঁসিতে ঝুলানো হয়।
এসময় ফাঁসির মঞ্চের সামনে অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফাঁসির মঞ্চ দেখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও উৎসুক জনতা ভিড় করে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার মেয়র মো.মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক, চান্দিনা পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. সুরুজ ভূঁইয়া, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক আবদুল হান্নান স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমানর, মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন অভি, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল