বরিশালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। নগরীর কলেজ ও স্কুলগুলোতে এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভক্তরা। বরিশালে দ্বিতীয়বারের মতো সব চেয়ে বড় পূজার আয়োজন হয়েছে ব্রজমোহন কলেজে। বিভিন্ন বিভাগের অংশগ্রহণে কলেজ মাঠে একযোগে ২৩টি পূজা মণ্ডপে চলে পূজা অর্চনা। পূজা-অর্চনায় অংশগ্রহণ করতে ঢল নামে হিন্দু ধর্মের শিক্ষার্থীদের। এছাড়া অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও দেখতে এসেছিলেন পূজার আনুষ্ঠানিকতা দেখতে।
বিএম কলেজ ছাড়াও নগরীর অমৃত লাল দে কলেজ, সরকারী মহিলা কলেজ, বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। বিদ্যা এবং জ্ঞানার্জনের জন্য ভক্তরা প্রার্থনা করেন বিদ্যার দেবী সরস্বতীর কাছে। কেউ প্রার্থনা করেছেন একটি চাকুরী পাওয়ার আবার কেউ সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন। সকল ভক্তরাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা করেন।
সরস্বতী পূজায় বরিশালে পূজা অর্চনার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেবামূলক কার্যক্রমের।
বিডি প্রতিদিন/ফারজানা