বাগেরহাটের মোরেলগঞ্জে বাগদা ও গলদা চিংড়ির এক লাখ রেনু পোনাসহ জাহাঙ্গীর খলিফা (৩৫) নামে এক জেলেকে আটক করেছে নৌ পুলিশ। রামপালের সন্ন্যাসী নৌ পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার ভোর ৫টার দিকে ফুলহাতা এলাকা থেকে একটি নৌকায় পোনাসহ জেলেকে আটক করে। আটক জেলে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের জব্বার খলিফার ছেলে।
নৌ পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম জানান, তুষখালী নদীর চর থেকে অবৈধভাবে এই রেনু পোনাগুলো ধরে মোরেলগঞ্জের ফুলহাতা এলাকার ইসকান্দার শেখের ডিপোতে বিক্রয় করতে যাওয়ার পথে ধরা পড়ে।
আটক জেলেকে বেলা সাড়ে ৮টার দিকে মোবাইল কোর্টে তোলা হয়। মোবাইল কোর্ট তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং রেনু পোনাগুলো পানগুছি নদীতে অবমুক্ত করেন। সহকারী কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে এ দণ্ডাদেশ দেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ