এবার সরকারি ডাক্তারদের থাকার সুব্যবস্থা করলেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়। সারাদেশ যখন করোনা পরিস্থিতিতে দিশেহারা ঠিক তখন একের পর এক নতুন নতুন চিন্তা নিয়ে জনগণের সেবা করে চলেছেন শেখ তন্ময়।
বাগেরহাটে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত না হলেও সরকারি ডাক্তাররাদের কথা চিন্তা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাক্তাররা যেন নিরাপদে থেকে রোগীর সেবা করতে পারেন, সে জন্য ৩ টি স্থানকে নির্বাচন করে জেলার সকল সরকারি ডাক্তারের থাকার ব্যবস্থা করেছেন। এর আগে তিনি ভ্র্যম্যমাণ মেডিকেল টিম গঠন করে ডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার এর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা চালু করেন। এছাড়া সাধারণ জনগণকে খাদ্য সহায়তা, প্রসূতি মায়ের পুষ্টির কথা বিবেচনা করে প্রায় ২ হাজারের বেশি সন্তান সম্ভবা মায়েদের পুষ্টিকর খাবার বিতরণ করেন।
এদিকে শেখ তন্ময় মহামারী করোনাভাইরাস মোকাবেলায় বাগেরহাট সদর হাসপাতালে জরুরী ভিত্তিতে কোভিড-১৯ টেস্টিং বুথ (করনার নমুনা পরীক্ষার জন্য আলাদা কেন্দ্র) স্থাপন করেন। তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট চয়ন আহমেদ উপস্থিত থেকে বুথের কাজ সমাপ্ত করেন।
বিডি-প্রতিদিন/শফিক