শরীরে করোনা পজিটিভ নিয়ে যন্ত্রপাতি মেরামত করায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অপারেশন থিয়েটারটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে এই হাসপাতালের জরুরি অস্ত্রপচার কার্যক্রম।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, গত শনিবার হাসপাতালের অপারেশন থিয়েটারে মেডিকেল যন্ত্রপাতি মেরামতের কাজ করেন যশোর সরকারি মেকানিক্যাল প্রকৌশলী। সোমবার তার শরীরে কভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়। এটি নিশ্চিত হবার পর ঝুঁকি এড়াতে এই অপারেশন থিয়েটারে সব ধরনের অন্ত্রপচার আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই অপারেশন থিয়েটারে গত দুই দিনে দায়িত্ব পালন করা চিকিৎসকসহ সংশ্লিষ্টদের ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোরে পাঠানো হয়েছে। প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার