কুষ্টিয়ায় লকডাউনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলিমসহ ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনায় পুলিশ সাইদুল হোসেন নামের একজনকে আটক করেছে। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের মঙ্গলবাড়িয়ার মসজিদ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনে করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলম মোস্তফা জানান, কুষ্টিয়ার মঙ্গলবাড়ীয়া এলাকায় আশরাফুল ইসলাম নামের এক ব্যাক্তি করোনা পজেটিভ হওয়ায় তার বাড়ি লকডাউন করেন উপজেলা প্রশাসন। কিন্তু আজ সকালে লকডাউন অমান্য করে ওই বাড়ির লোকজন বাইরে বের হলে স্থানীয়রা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফুলের স্বজনরা আব্দুল আলিমসহ তিনজনকে কুপিয়ে যখম করে। পরে স্থানীয়রা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার