গাইবান্ধায় মার্কেট ও দোকানপাট আট দিন খোলা থাকার পর তা আবার আজ সোমবার বিকাল ৪টা থেকে বন্ধের ঘোষণা দিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন।
সোমবার জেলা প্রশাসকের সভাপতিত্বে করোনা প্রতিরোধ কমিটির এক সভায় বলা হয়, রমজান ও ঈদকে সামনে রেখে সামাজিক দূরত্ব রক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু তৈরি পোশাক, জুতা, কসমেটিকস, কাপড়ের দোকান ও মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যাপক মানুষের উপস্থিতির কারণে জেলায় করোনা বিস্তারের ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
তাই এসব মার্কেট ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানান।
বিডি প্রতিদিন/আল আমীন