শেরপুরে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরির আঘাতে সোহেল মিয়া (৩৫)নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন সোহেলের চাচা খালেক (৫০) ও সোহেলের ভাই মাসুদ রানা। আহত দুই জনকেই ময়মনুসংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জের রঘুনাথপুর ভিটাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আক্তারুজ্জামানসহ পরিবারের আরও তিন জন মোট চারজনকে আটক করেছে পুলিশ। নিহত সোহেল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, রবিবার সকালে প্রতিবেশী আক্তারের বাড়ির সীমানায় বোরো ধান মাড়াই করে সোহেলের স্বজনরা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।এ ঘটনার জেরে আজ সকালে দুই পক্ষের মধ্যে আবারো ঝগড়া শুরু হলে প্রতিপক্ষ আক্তার সোহেলকে ছুরিকাঘাত করে।এ সময় স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়না তদন্ত ও মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার